ছানোয়ার হোসেন

জামালপুর জেলার রশিদপুর ইউনিয়নের মনোরম গ্রাম ক্ষেত্রীপাড়ায় ২৫ জানুয়ারী ১৯৮০ সালে সানোয়ার হোসেনের জন্ম। পিতা মোঃ আনছার আলী, তিনি রশিদপুর স্কুলে স্বনামধন্য বাংলার শিক্ষক ছিলেন। মাতা মোছাঃ ছালিমা খাতুন। স্ত্রী খালেদা আক্তার। সন্তান সামিহা আক্তার প্রীমা ও সামিন ইয়াসার। বিএসসি ইন সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা শেষ করে এখন বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে একজন কর্মকর্তা হিসেবে কর্মরত।

লেখালেখির সূচনা স্কুল জীবনের সপ্তম শ্রেণী থেকেই। প্রথম উপন্যাস, “দুই বেইলীর পর সেতুতে” ময়মনসিংহের “দৈনিক জাহান” পত্রিকায় ধারাবাহিক প্রকাশের মাধ্যমে তার লেখক প্রতিভার পরিস্ফুটন ঘটে। এযাবৎ প্রকাশিত অন্যান্য উপন্যাস, জীবন শিকল, যমুনার দুই মেয়ে ও হাঙর, রক্তরাখি, ধরাঝাক ভূতের টুঁটি। নাটক, আবার তুমি। গান ও কবিতা সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয় তাঁর বেশকিছু লেখা। ২০১৩ সালে তিনি রচয়িতা সাহিত্য পুরস্কার লাভ করেন।

পছন্দের বিভাগসমূহ

কবিতা

আমার লেখা কবিতাগুলো সম্পর্কে জানতে নিচের বিস্তারিত অপশনে ক্লিক করুন।

গান

আমার লেখা গানগুলো সম্পর্কে জানতে নিচের বিস্তারিত অপশনে ক্লিক করুন।

গল্প

আমার লেখা গল্পগুলো সম্পর্কে জানতে নিচের বিস্তারিত অপশনে ক্লিক করুন।

উপন্যাস

আমার লেখা উপন্যাসগুলো সম্পর্কে জানতে নিচের বিস্তারিত অপশনে ক্লিক করুন।

নাটক

আমার লেখা নাটকগুলো সম্পর্কে জানতে নিচের বিস্তারিত অপশনে ক্লিক করুন।

পত্রিকায় কলাম

আমার লেখা পত্রিকার কলাম সম্পর্কে জানতে নিচের বিস্তারিত অপশনে ক্লিক করুন।

এখন পর্যন্ত

কবিতা

১৬৯

উপন্যাস

০৬

গল্প

১৫

গান

১৬

নাটক

০২

পত্রিকায় কলাম

২৫